ইন্টারনেট এ আয়ের অলিগলি বাংলা টিউটোরিয়াল পার্ট- ১


ইন্টারনেট এ আয় করার আগে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে আপনি কিভাবে টাকা আয় করবেন । আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে যেমন আপনি যদি বিভিন্ন কাজের পারদর্শী হন তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল হল ফ্রীলাঞ্চিং করার মাধ্যমে আপনি আয় করতে পারেন। আমার জানামতে ইন্টারনেটে ফ্রীলাঞ্চিং করে আয় করার মত অনেক ভাল ভাল নামকরা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু সাইট হল Odesk.com, freelancer.com, Elance.com শুধুমাত্র বাংলাদেশীদের জন্য একটি সাইট হল Deshiworker.com ।  

No comments:

Post a Comment